![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-08%252F0ae3c5b6-7953-4fd6-97ed-7fad87b11ef3%252Ffe70595b37c0da2477ea433e8795f288_5ef5978ae8fba.jpg%3Frect%3D68%252C0%252C833%252C555%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
স্বামীকে ছাড়িয়ে বিয়ন্সের নতুন রেকর্ড
প্রথম আলো
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ১২:১২
গ্র্যামি মনোনয়নে রেকর্ড গড়লেন বিয়ন্সে। গত রাতে ৬৭তম গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা হয়। যেখানে সর্বোচ্চ ১১ মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। সব মিলিয়ে গায়িকার গ্র্যামি মনোনয়নের সংখ্যা হলো ৯৯। এত মনোনয়ন নেই আর অন্য কোনো শিল্পীর। খবর বিবিসির
এর আগে গ্র্যামিতে সর্বোচ্চ ৮৮ মনোনয়ন ছিল বিয়ন্সের স্বামী জে-জেডের। এবার মনোনয়ন ঘোষণার আগে থেকেই জল্পনা ছিল, বিয়ন্সে কি পারবেন স্বামীকে ছাড়িয়ে রেকর্ড গড়তে? শেষ পর্যন্ত ঠিকই রেকর্ড গড়লেন গায়িকা।