গলায় কাঁটা আটকালে কী কী করা যাবে না
ছোট বা বড় মাছের কাঁটা সাধারণত গলার মধ্যে, জিবের গোড়ায় ও গলবিলে (ফ্যারিংস) আটকায়। আধা সেন্টিমিটার থেকে শুরু করে তিন সেন্টিমিটার পর্যন্ত কাঁটা আটকাতে দেখা যায় বেশি। তবে এ ক্ষেত্রে ছোট কাঁটা আটকানোর হার বেশি। সাধারণত রুই, ছোট পোনা মাছ, ভেটকি, ইলিশ, তেলাপিয়া, ছোট পুঁটি, টাকি, গুলশা—এসব মাছে এ ধরনের কাঁটা বেশি থাকে।
কত দিন পর্যন্ত আটকে থাকতে পারে
এখন পর্যন্ত ৯ মাস গলায় কাঁটা আটকে থাকার ইতিহাস আছে। দীর্ঘ ৯ মাস পর ভুক্তভোগীর ঘাড়ে ব্যথা শুরু হলে চিকিৎসা করতে গিয়ে প্রথম কাঁটা খুঁজে পাওয়া যায়।
কাদের বেশি আটকায়
ছেলেমেয়ে, ছোট–বড়, বয়স্ক—সবার গলাতেই আটকাতে পারে কাঁটা। তবে ২১-৩০ বছর বয়সীদের মধ্যে এটি ঘটতে সবচেয়ে বেশি দেখা যায়। কারণ, তাঁরা পড়াশোনা, কাজ বা ক্যারিয়ার–সংক্রান্ত ব্যস্ততায় অমনোযোগী হয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করতে চান। প্রখ্যাত গবেষণা সংস্থা ‘উইলি’র বিশ্লেষণ অনুযায়ী ‘উচ্চ ঝুঁকিসম্পন্ন’ একটা তালিকায় আছে:
- ট্যাগ:
- স্বাস্থ্য
- মাছের কাঁটা
- গলায় কাঁটা