নির্বাচন নিয়ে যে কারণে বিএনপির তাড়াহুড়া
৭ নভেম্বর বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে।
এই দিনই প্রথম আলোর নওগাঁ প্রতিনিধির পাঠানো খবরের শিরোনাম: ‘আমার এই নম্বরে এক লাখ টাকা পাঠায়ে দেন’। ঘটনা হলো নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির সহযুব সম্পাদক বেলাল হোসেনের (সৌখিন) বিরুদ্ধে মামলার আসামির তালিকা থেকে নাম বাদ দিতে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে চাঁদা দাবি। এ বিষয়ে দুই নেতার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
একই দিন প্রথম আলো যশোর অফিস থেকে পাঠানো আরেকটি খবর: পাঁচ কোটি টাকার চিকিৎসা উপকরণ সরবরাহের ‘সব কাজ না পাওয়ায়’ যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। যশোর জেলা বিএনপির সদস্য এ কে শরফুদ্দৌলার নেতৃত্বে গত বৃহস্পতিবার তত্ত্বাবধায়কের কার্যালয়ে এ ঘটনা ঘটে।