রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কা জাতিসংঘের, অনাহারের ঝুঁকিতে ২০ লক্ষাধিক মানুষ
মিয়ানমারের যুদ্ধ-বিধ্বস্ত রাখাইন রাজ্যে শিগগিরই দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিবেদনে। এতে আনুমানিক হিসাব দিয়ে বলা হয়েছে, ২০ লাখের বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে পড়ে থাকতে পারে।
জাতিসংঘ বলছে, বীজ ও সার সংকট, চরম আবহাওয়া, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে চাষাবাদ ব্যাহত হওয়ায় রাখাইনে চাল উৎপাদন কমে গেছে।
রেডক্রস-সহ ত্রাণ সংস্থাগুলো মিয়ানমারের সামরিক সরকারের কড়াকড়ির কারণে সেখানকার মানবিক চাহিদা এবং ত্রাণ সরবরাহের বিষয়টি মূল্যায়নে মারাত্মক সমস্যার মুখে পড়েছে।
বৃহস্পতিবার ইউএনডিপি তাদের প্রতিবেদনে বলেছে, “রাখাইন নজিরবিহীন বিপর্যয়ে পড়ার মুখে রয়েছে।” তাছাড়া, অভ্যন্তরীন ও বৈদেশিক বাণিজ্য প্রায় সম্পূর্ণই স্থবির হয়ে পড়ায় ২০ লাখের বেশি মানুষ অনাহারে থাকার ঝুঁকি রয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অনাহার
- চলমান সংকট
- দুর্ভিক্ষ
- জাতিসংঘ
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে