ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, দুই‌ দিন পর মিলল যুবকের মরদেহ

ঢাকা পোষ্ট পটুয়াখালী সদর থানা প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ১৭:৪৭

পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেন আল-আমিন খন্দকার (২৬) নামের এক যুবক। নিখোঁজের দুই দিন পর অর্ধগলিত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে শহর সংলগ্ন লাউকা‌ঠি নদীর তীরে সরকারি খাদ্য গোডাউন ঘাটের পাশ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত আল-আমিন খন্দকার সদর উপজেলার ইটবা‌ড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সারিকখালী গ্রামের মৃত খালেক খন্দকারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর সকাল ১০টার দিকে পৌর সভার ৯নং ওয়ার্ডস্থ বিসিক মাঠ এলাকায় সন্দেহজনিত কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এসআই সোহানের নেতৃত্বে আরও দুইজন সদস্য সিভিল পোশাকে আল-আমিন, মো. জহিরুল ইসলাম (৩০) ও রাসেল ঘরামীকে (২৮) ধাওয়া করেন। এ সময় আল-আমিন ও মো. জহিরুল ইসলাম ভয় পেয়ে পটুয়াখালী ব্রিজের পশ্চিম পাশে তুলাতলা নামক স্থান থেকে নদীতে ঝাঁপ দেন। নদী সাঁতরে মো. জহিরুল ইসলাম অপর পাশে গেলেও আল-আমিন তখন থেকেই নিখোঁজ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও