উপদেষ্টা হাসান আরিফের জন্য সোমবার রাষ্ট্রীয় শোক
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
অন্তর্বর্তী সরকারে বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন প্রবীণ আইনজীবী হাসান আরিফ। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শুক্রবার দুপুরে বাসায় খেতে বসে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা ল্যাবএইড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, “সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের ইন্তেকালে আগামী সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।”
শোক পালনের অংশ হিসেবে সোমবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রাষ্ট্রীয় শোক
- এ এফ হাসান আরিফ