শিশুর অতি দুরন্তপনাকে বশে আনবেন যেভাবে

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ১১:৪১

শিশুকে নিয়ে মা-বাবার নাজেহাল অবস্থা। স্কুলে তার বিরুদ্ধে শত নালিশ, সে অমনোযোগী, কোনো কাজ ঠিকমতো করে না, অকারণে ঝামেলা পাকায়। সে জন্য কয়েক দিন পর পর মা-বাবাকে স্কুল থেকে তলব করে। শিশুটিকে নিয়ে কারো বাড়িতে বেড়াতে যাবে তারও জো নেই।


এই বুঝি এটা ভাঙল তো ওটা ফেলল! না ঘরে, না বাইরে কোথাও একদণ্ড স্থির হয়ে বসে না, কখন কি ভাঙে-কখন কোথায় পড়ে পা মচকায়, সব সময় আতঙ্গে রাখে। শিশুর এমন দুরন্তপনাকে বশে আনার জন্য জেনে নিন কিছু কৌশল


হাইপার অ্যাকটিভ চাইল্ডের বিশেষত্ব


ডাক্তারি পরিভাষায় এই আচরণগত সমস্যাটির নাম-‘এডিএইচডি’ অর্থাৎ ‘এটেনশন ডিফিসিট হাইপার অ্যাকটিভ ডিস অর্ডার’। এটির বিশেষত্ব হচ্ছে অমনোযোগ, বেহিসেবি দস্যিপনা ও অস্থিরতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও