অল্প আয়ে সংসার চালানোর কৌশল

জাগো নিউজ ২৪ সাইফুল হোসেন প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪, ১০:০০

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে সারা বিশ্বের মানুষের জীবনযাত্রার মান ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি এবং আয়ের নিম্নমুখী প্রবণতা অনেক পরিবারকে আর্থিক চাপের মধ্যে ফেলেছে। বাংলাদেশের প্রেক্ষাপটেও এই প্রভাব স্পষ্ট। মাসের শুরুতেই বেতন পাওয়ার পর অর্ধেক মাস না যেতেই অনেকের আয় শেষ হয়ে যায়, ফলে বাকি দিনগুলো কাটানো কঠিন হয়ে পড়ে। প্রশ্ন হলো, এই সংকটকালীন সময়ে অল্প আয়ের মধ্যে কীভাবে সংসার চালানো যায় এবং আর্থিক স্বচ্ছলতা বজায় রাখা সম্ভব?


এই পরিস্থিতিতে নিজেকে সামলে নিয়ে সংসার পরিচালনা করা সম্ভব, তবে এর জন্য দরকার সঠিক পরিকল্পনা ও কিছু কৌশল। টাইমস অফ ইন্ডিয়া এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অল্প আয়ে সংসার চালানোর জন্য সঠিক পরিকল্পনা এবং অভ্যাসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে (2022)। চলুন, এই সংকট মোকাবিলায় কিছু কার্যকরী পরামর্শ নিয়ে আলোচনা করা যাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও