You have reached your daily news limit

Please log in to continue


ভয়ে সিরিজ দেখেননি শিল্পীর স্ত্রী-মেয়েও

ভূত চতুর্দশী বা দীপাবলি অথবা হ্যালোইন! ভারতে এ সময়টাই ভয় ধরানোর, ভয় দেখানোর। তাই তো ভয়ের সময়কেই ধরেছেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। পর্ণশবরীর শাপের কথা মনে আছে? পাহাড়ি এলাকায় ঘুরতে যায় একটি দল। পরে সেই দলের একজনের অশরীরীর হাতে পড়া। একসময় চলে আসে ভাদুড়ি মশাই। তার জাদুতেই সে যাত্রায় রক্ষা পায় মেয়েটি। তবে এবার আর পাহাড়ি পরিবেশের ভৌতিক গল্প নয়, একেবারে অন্য ধাঁচের গল্প নিয়ে হাজির পরমব্রত।
এসে গেছে পরমব্রতের নতুন ভৌতিক সিরিজ ‘নিকষ ছায়া’।

সিরিজে দেখা মিলেছে এক পিশাচের। দেখতে ভয়ংকর। যার চোখগুলো নিষ্পলক। ভ্রু নেই। কান কাটা। শরীর থেকে গলে গলে পড়ছে চামড়া। দাঁতগুলো যেন করাতের চেয়েও ধারালো। সেই হাড় হিম করা পিশাচের উৎপাত শুরু হয় সিরিজের শুরু থেকেই। সরকারি হাসপাতালের মর্গ থেকে উধাও একের পর এক মরদেহ। দেখা যায়, মরদেহ খুবলে খাচ্ছে পিশাচ। এক ভয়ংকর পিশাচকে দেখে ফেলে মর্গে কর্মরত ব্যক্তিও। তবে শৈশবেই পিশাচের ট্রমায় থাকা অনুজয় চট্টোপাধ্যায় সব সময় দেখতে পায় সেই পিশাচকে। উৎকট গন্ধে গা গুলিয়ে আসে তার। পিশাচের নাম গেনু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন