নির্বাচনের রাতে দুঃসংবাদের ভিড়ে কথা বলবেন না কমলা

প্রথম আলো প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ১২:৪৩

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে (নির্বাচনের রাত) তাঁর সমর্থকদের উদ্দেশে কিছু বলবেন না।


যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসছে। ফলাফলে কমলার চেয়ে অনেকটা এগিয়ে তাঁর নির্বাচনী প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে কমলার প্রচার শিবিরের পক্ষ থেকে জানানো হলও, নির্বাচনের রাত তিনি সমর্থকদের উদ্দেশে কিছু বলবেন না।


কমলার প্রচার শিবিরের কো-চেয়ার সেড্রিক রিচমন্ড বলেন, বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা আজ রাতে (মঙ্গলবার রাত) তাঁর সমর্থকদের উদ্দেশে কোনো বক্তব্য দেবেন না। তবে তিনি আগামীকাল (স্থানীয় সময় বুধবার) বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।


রিচমন্ড আরও বলেন, ‘আমাদের এখনো ভোট গণনা বাকি আছে। আমাদের এখনো এমন অঙ্গরাজ্য রয়েছে, যেগুলোর ফলাফল এখনো আসেনি।’


সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে দুটিতে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবর আসার পর এমন ঘোষণা দিল কমলার প্রচার শিবির। এই দুই অঙ্গরাজ্য হলো-নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও