You have reached your daily news limit

Please log in to continue


২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় ভারত, আইওসিতে চিঠি

২০৩৬ অলিম্পিক গেমস আয়োজনের আগ্রহ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে (আইওসি) চিঠি পাঠিয়েছে ভারত সরকার। গত ১ অক্টোবর সরকার থেকে আইওসির ‘ফিউচার হোস্ট কমিশনের’ কাছে আগ্রহপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইন্দো–এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।

‘বিড’ সফল হলে আয়োজক হিসেবে কয়েকটি খেলা অন্তর্ভুক্তির চেষ্টা করবে ভারত। এর মধ্যে আছে ইয়োগা, কাবাডি, খো খো এবং দাবা। তবে ২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হবে ভারতকে। এখন পর্যন্ত ভারতসহ ১০টি দেশ আয়োজক হওয়ার দৌড়ে আছে।

অলিম্পিক গেমস আয়োজনে ভারতের আনুষ্ঠানিক চিঠির বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট একটি সূত্র আইএএনএসকে বলেন, ‘এর মাধ্যমে ভারতে অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রূপকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই কীর্তিস্তম্ভতুল্য সুযোগটি ভারতজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি ও যুবকদের ক্ষমতায়নে তাৎপর্যপূর্ণ সুবিধা এনে দিতে পারে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন