এবার ৩৫-এর দাবিতে ৭ দিনের আলটিমেটাম
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্ল্যাটফরম ‘বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’। বয়সসীমা পরিবর্তন করে ৩৫ করার দাবিতে সরকারকে এবার এক সপ্তাহের আলটিমেটাম দিলেন আন্দোলনকারীরা।
দাবি না মানলে জেলা টু ঢাকা লংমার্চ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এক সংবাদ সম্মেলনে বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক মো. শরিফুল হাসান শুভ এ ঘোষণা দেন।
দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অতীতের সরকার আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায়? চ্যালেঞ্জ ছুড়তে পারি যুক্তির বিষয়ে। আমরা রাজপথে থাকব।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হুঁশিয়ারি
- চাকরির বয়সসীমা
- লংমার্চ