ইলেক্টোরাল কলেজ পদ্ধতি কেন বেছে নিয়েছিল যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রে আর কয়েক ঘণ্টা পরেই শুরু হবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। দেশটির ভোটাররা মঙ্গলবার (৫ নভেম্বর) দেশের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য ভোট দেবেন।
অবশ্য ভোটাররা ভোট দিলেও মার্কিন প্রেসিডেন্ট সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন না, “ইলেক্টোরাল কলেজ” নামে একটি ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত হন। কিন্তু কী এই “ইলেক্টোরাল কলেজ”? এটা কিভাবে কাজ করে?
অনেকের কাছেই ইলেক্টোরাল কলেজ একটি জটিল বিষয় মনে হতে পারে। এমনকি অনেক মার্কিন নাগরিকও এই বিষয়টিকে সহজে বুঝে উঠতে পারেন না। চলুন একটু ভালো করে বিষয়টি বোঝার চেষ্টা করে দেখা যাক।
ইলেক্টোরাল কলেজ পদ্ধতি কেন বেছে নেওয়া হয়েছিল?
১৭৮৭ সালে মার্কিন সংবিধান প্রণেতারা এই পদ্ধতি চালু করেন। ব্রিটেন থেকে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পাওয়ার পর যুক্তরাষ্ট্র ছিল একেবারে নতুন একটি দেশ।