মান্নাতের ছাদে নয়, ভক্তদের সঙ্গে জন্মদিন পালন করলেন কিং খান
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৪, ১১:১১
মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সেরকম কোনও আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মন্নতের অনতিদূরে বান্দ্রার বাল গন্ধর্ব রং মন্দির হলে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা। তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষারত ভক্তরা সুধা পেলেন।
শাহরুখের উপস্থিতিই তাদের কাছে টনিকের মতো কাজ করল। সেই অনুষ্ঠানে নাচতেও দেখা গেল তাকে। শাহরুখ খানের এক ফ্যান ক্লাবের পক্ষ থেকে অবশ্য আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। তাদের নিরাশ করেননি কিং খান। তবে মান্নাতের সামনে দিনভর দাঁড়িয়ে থাকা ভক্তদের হৃদয় একেবারে খান-খান। কারণ সারাদিনের অপেক্ষার পরও শাহরুখের দর্শন পাননি তারা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৪ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১২ মাস আগে