
কানে সবাই দাঁড়িয়ে হাততালি দেয় কেন
সাধারণ সিনেমা হলের দর্শক হয়ত পছন্দের দৃশ্যে সিটি বা হাততালি দেন, কিন্তু কানের প্রেক্ষাপট ভিন্ন। এখানে বিশ্বের সেরা পরিচালক, অভিনেতা, কলাকুশলী, চলচ্চিত্র সমালোচক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকেন। যেসব চলচ্চিত্রকে শিল্পের সেরা নিদর্শন বলে মনে করা হয়, সেগুলোর বেশিরভাগই প্রথমবার কানে প্রদর্শিত হয়।
যখন কোনো সিনেমা দর্শকদের মন ছুঁয়ে যায়, তখন তারা চলচ্চিত্রের সঙ্গে জড়িত শিল্পী ও নির্মাতাদের উৎসাহ দিতে এবং তাদের প্রচেষ্টাকে স্বাগত জানাতে সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দেন। এটি কেবল একটি সাধারণ হাততালি নয়, বরং এটি শিল্পীর প্রতি অগাধ শ্রদ্ধা এবং শিল্পকর্মের প্রতি মুগ্ধতার বহিঃপ্রকাশ।
এই সময়ে পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রীরা সকলেই হলে উপস্থিত থাকেন এবং দর্শকের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন। হাসিমুখে মাথা নাড়েন, 'ধন্যবাদ' জানান, এমনকি একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলতেও দেখা যায়।
এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে নরওয়ের ইওয়াখিম তৃয়ের পরিচালিত ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ছবিটি ১৯ মিনিট (বিবিসির মতে ১৫ মিনিট) ধরে স্ট্যান্ডিং ওভেশন পেয়ে আলোচনার জন্ম দিয়েছে। এটি প্রমাণ করে, কানের মঞ্চে যখন কোনো চলচ্চিত্র সত্যিই দর্শকদের হৃদয় স্পর্শ করে, তখন তারা তাদের উচ্ছ্বাস প্রকাশে কোনো কার্পণ্য করেন না।
- ট্যাগ:
- বিনোদন
- কান চলচ্চিত্র উৎসব