You have reached your daily news limit

Please log in to continue


সত্যজিতের প্রিয় সিনেমা কোনটি? নাম জানালেন শর্মিলা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পথের পাঁচালির’ চলচ্চিত্রায়ন ঘটিয়ে ১১টি আন্তর্জাতিক পুরস্কার ঝুলিতে পুরোছিলেন নির্মাতা লেখক আঁকিয়ে সত্যজিৎ রায়। ‘পথের পাঁচালির’ পরের দুটি সিনেমা ‘অপরাজিত’ ও ‘অপুর সংসার’। ‘অপরাজিতর’ সাফল্য সত্যজিৎকে আন্তর্জাতিক মহলে আরও পরিচিত করে তোলে।

সত্যজিৎ তার দীর্ঘ নির্মাতা জীবনে একের পর সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। কিন্তু সবগুলোর মধ্যে এই ট্রিলজি অর্থাৎ ‘পথের পাঁচালি’, ‘অপরাজিত’ ও ‘অপুর সংসার’ এই নির্মাতার কাছে সবচেয়ে ‘পছন্দের কাজ’ বলে জানিয়েছে ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর। যার সিনেমার পথচলা সত্যজিতের হাত ধরে।

কিংবদন্তী নির্মাতার পছন্দের সিনেমার কথা শর্মিলা জানিয়েছেন আনন্দবাজারের কাছে।

পছন্দের সিনেমার কথা কীভাবে জানতে চাইলেন প্রশ্নে শর্মিলা বলেন, “আপনি যেমন আমার সাক্ষাৎকার নিচ্ছেন, ঠিক তেমনই আমিও সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার নিয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম নিজের পরিচালিত কোন সিনোমাগুলো আপনার সবচেয়ে পছন্দ?

শর্মিলার এই প্রশ্নে সত্যজিৎ জানিয়েছিলেন, অপু ট্রিলজির ‘পথের পাঁচালি’, ‘অপরাজিত’ ও ‘অপুর সংসার’ তার সবচেয়ে পছন্দের কাজ। এসবের পরে ছিল ‘অরণ্যের দিনরাত্রির’ নাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন