গাছের সার ঘরেই তৈরি করবেন যেভাবে
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৪, ১১:১০
দোকান থেকে সার না কিনে রান্নাঘরের প্রতিদিন ফেলে দেওয়া কিছু জিনিস দিয়েই সার তৈরি করতে পারেন। কেনা সারের চেয়ে অনেক ভালো এবং পরিবেশবান্ধব। কীভাবে সার তৈরি করবেন জেনে নিন।
বাড়িতে কমবেশি সবারই কলা খাওয়া হয়। কলার খোসায় আছে পটাশিয়াম। টবের গাছের পটাশিয়ামের চাহিদার পুরোটাই পূরণ করতে পারে এটি। টবে কলার খোসা সরাসরি পুঁতে দিন। বা খোসা ছোট করে কেটে ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তার পরে সেই পানি টবে দিন অল্প অল্প করে।
ডিমের খোলা গাছের ক্যালসিয়ামের চাহিদা মেটাতে পারে। রোজ তো ফেলেই দেন। এবার বরং এই খোলা গুঁড়া করে মিশিয়ে দিন আপনার বাড়ির টবগুলোতে।
- ট্যাগ:
- লাইফ
- কম্পোস্ট সার তৈরি
- সার তৈরি