You have reached your daily news limit

Please log in to continue


বোতলের পানি নিয়ে নৈরাজ্য, ৭ কম্পানির হাতে বাজারের নিয়ন্ত্রণ

সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের কশাঘাতে জর্জরিত, ঠিক সেই সময় দেশে আধালিটারের বোতলজাত পানির দাম একধাক্কায় পাঁচ টাকা বাড়ানো হয়। ১৫ টাকা থেকে গায়ের মূল্য করা হয় ২০ টাকা। অথচ কম্পানিগুলো খুচরা বিক্রেতাদের কাছে দাম রাখে ১০ টাকার আশপাশে। অর্থাৎ খুচরা বিক্রেতার ১০ টাকা বিনিয়োগ করে মুনাফা হয় ১০ টাকা।

ভোক্তাদের চাপে ফেলে খুচরা বিক্রেতাদের এমন মুনাফার সুযোগ করে দেয় বোতলজাত করা কম্পানিগুলো।

জানা গেছে, দাম বাড়ানোর পেছনে রয়েছে অ্যাকুয়াফিনা ও কিনলে ব্র্যান্ডের এক অনৈতিক বিপণননীতি। দেশের পানির বাজার দখলে নিতে তারা খুচরা বিক্রেতাদের প্রায় দিগুণ লাভের সুযোগ করে দেয়। যেসব কম্পানি এই লাভের সুযোগ দেয় না, তাদের পানি রাখেন না খুচরা বিক্রেতারা।

এতেই অন্য কম্পানিগুলো প্রায় বাধ্য হয়ে ৫০০ মিলিলিটারের বোতলে গায়ের দাম ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করে। সঙ্গে অন্যান্য বোতলের পানির দামও বাড়ে যথানিয়মে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বলছে, সবার আগে ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রথম পানির দাম বাড়িয়েছে অ্যাকুয়াফিনা ব্র্যান্ড। এরপর বাড়ায় কিনলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন