মঙ্গলবার নির্বাচন: শেষ হাসি ট্রাম্প না কমলার?
কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প- কে যাচ্ছেন হোয়াইট হাউসে? কিংবা ডেমোক্রেট না রিপাবলিকান- কোন দল নিয়ন্ত্রণ পাচ্ছে হাউস ও সিনেটের? এমন এক টেনশন ও আতঙ্ক মাথায় নিয়ে আমেরিকার কোটি কোটি ভোটার ভোটকেন্দ্রে যাবেন ৫ নভেম্বর (মঙ্গলবার)। যদিও ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন ৬ কোটি ৪০ লাখ ভোটার।
প্রেসিডেন্টসহ ৪৩৫টি হাউস আসন ও ৩৪টি সিনেট আসনসহ নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ও সিনেট সদস্যদের ভোট হবে মঙ্গলবার। ভোট কেন্দ্র খুলবে সকাল ৬টায়। ভোট গ্রহণ চলবে একটানা রাত ৯টা পর্যন্ত।
এদিকে এই ভোটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫ লক্ষাধিক বাংলাদেশি বিভক্ত হয়ে পড়েছেন কমলা ও ট্রাম্প শিবিরে। অতীতের নির্বাচনগুলোতে বাংলাদেশিরা একট্টা হয়ে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্টকেই ভোট দিত।
তবে এবারে চিত্রটি পাল্টে গেছে। বাংলাদেশের দলীয় রাজনীতিকে অনুসরণ করে ভোটাররাও বিভক্ত। প্রকাশ্যেই বিএনপি ও জামায়াতের সমর্থকরা নেমেছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে। আর আওয়ামী লীগের সমর্থকরা নেমেছেন ট্রাম্পের পক্ষে।