সমন্বয়ক পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন ওএসডি হওয়া কর্মকর্তা
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আধিপত্য বিস্তার নিয়ে এক ধরনের অস্থিরতা চলছে। এক সপ্তাহ ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজনের ভাষ্য, ওএসডি হওয়া ইনস্টিটিউটের একজন কর্মকর্তা নিজেকে সমন্বয়ক দাবি করে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। পরিচালকের অনুপস্থিতিতে কয়েকজন শিক্ষক ও অধ্যাপককে নিজ নিজ দায়িত্ব থেকে সরে যাওয়ার জন্য হুমকি দিয়েছেন। তাই তাঁদের এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।
খোঁজ নিয়ে জানা যায়, এই উপপরিচালক হলেন ডা. মোহাম্মদ সফিকুল কবির। গত ১ সেপ্টেম্বর তাঁকে ওএসডি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু তিনি নিয়মিত ইনস্টিটিউটেই অফিস করছেন। হস্তক্ষেপ করেছেন একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন কর্মকাণ্ডেও। কক্ষ দখল করে বহিরাগতদের নিয়ে অবস্থান করেন রাত পর্যন্ত।
ইনস্টিটিউটের হাজিরা তথ্যে দেখা যায়, গত ১ সেপ্টেম্বর থেকে গতকাল শনিবার পর্যন্ত তিনি মোট ৩৫ দিন অফিস করেছেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করেছেন বেশ কয়েক দিন। বাকি দিনগুলোতে তিনি দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অফিস করেছেন।