পেঁয়াজের আমদানি কম, দাম বাড়তি
প্রথম আলো
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ১১:৫৭
বছরের এ সময়ে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকে। তাতে আমদানির ওপর নির্ভরশীলতা বেড়ে যায়। তবে নির্ভরশীলতা বাড়লেও পেঁয়াজ আমদানি গত বছরের তুলনায় কম। এতে সরবরাহ কমে দেশে পেঁয়াজের দাম বাড়ছে।
খুচরা বাজারে এখন ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। এক সপ্তাহ আগে ছিল ১১০ টাকা। আবার দেশি পেঁয়াজের দাম ১৩০ থেকে বেড়ে ১৫০ টাকায় উঠেছে।
ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুম শেষে এখন বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানের কারণে পেঁয়াজের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। এ চাহিদার বিপরীতে উল্টো দেশি পেঁয়াজের জোগান কমছে। কৃষকের ঘরে এখন মজুত কমছে। আবার পেঁয়াজ আমদানিও বাড়েনি। এ সময় পেঁয়াজের আমদানি গত বছরের তুলনায় স্বাভাবিক থাকলে দাম খুব বেশি বাড়ত না।