You have reached your daily news limit

Please log in to continue


৪১ বছর বয়সে চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থানটি দখল করেছেন। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার।

চীনের 'হুরুন চায়না রিচ লিস্ট ২০২৪' নামের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৬ বছর ধরে এই তালিকা প্রকাশ পাচ্ছে। এতে ১৮তম ধনী ব্যক্তি হিসেবে প্রবেশ করেছেন ঝাং।

তিনি গত বছরের শীর্ষ ধনি ঝং শানশানকে ছাড়িয়ে গেছেন। বোতলজাত পানি ও সফট ড্রিংঙ্ক প্রতিষ্ঠান নংফু স্প্রিং এর মালিক ঝং ২৪ শতাংশ সম্পদ হারিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে নেমে গেছেন। তার সম্পদের পরিমাণ ৪৭ দশমিক ৯ বিলিয়ন ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন