সব ধরনের অস্ত্র ব্যবহার করে ইসরায়েলে পাল্টা হামলা করবে ইরান
ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার জবাব দিতে তেহরানের হাতে থাকা সব ধরনের সরঞ্জামের ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই এই হুঁশিয়ারি দিয়েছেন।
এর আগে শনিবার ইরানের রাজধানী তেহরান ও অন্য দুটি প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। হামলায় ক্ষয়ক্ষতি সীমিত হয়েছে জানায় তেহরান। ওই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে সর্বাত্মক দাবানলের আশঙ্কা প্রকাশ করে উত্তেজনা অবসানের আহ্বান জানান। ইসরায়েলি হামলায় ইরানের সামরিক বাহিনীর চার সৈন্য ও এক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে।
টেলিভিশনে সম্প্রচারিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই বলেছেন, ‘‘ইহুদিবাদী ইসরায়েলকে একটি সুনির্দিষ্ট এবং কার্যকর জবাব দেওয়ার জন্য উপলব্ধ সব ধরনের সরঞ্জামের ব্যবহার করবে ইরান।’’