জুতা অনেক দিন ভালো থাকবে, যদি এসব নিয়ম মেনে চলেন

প্রথম আলো প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ১৭:১৪

জুতা হতে হবে মানানসই। শুধু মানানসই হলেই হবে না। যত্ন নিতে হবে নিয়মিত। জুতার যত্নের ব্যাপারে একটি কথা বেশ জোর দিয়ে বলেন টিম কুপার। আপনি হয়তো বলবেন কিন্তু এই টিম কুপারটি কে যে তাঁর কথা শুনতে হবে? পুরুষদের বিলাসবহুল জুতা ও পোশাকের জন্য বিখ্যাত অলিভার সুইনি। ব্রিটিশ এই প্রতিষ্ঠানের জুতার প্রধান কারিগর টিম কুপার। তিনি বলেছেন, ‘আপনি জুতার যত্ন নিন, জুতাও আপনার যত্ন নেবে।’


জুতার যত্নে তাঁর কয়েকটি পরামর্শ রয়েছে। চলুন জেনে নিই।


নতুন জুতা প্রথমে বাসায় পরুন


কিনে আনার পরই নতুন জুতা পরে বাইরে চলে যাবেন না। বাক্স থেকে বের করার পর বাসাতেই পরে বেশ কয়েক ঘণ্টা চলাফেরা করে নেওয়া ভালো। তাহলে নতুন জুতার আঁটোসাঁটো শক্ত ভাবটা কেটে যাবে। বলা যায়, জুতার আড়ষ্টতা কেটে যাবে। মনে রাখতে হবে, কিছু জুতা পায়ের সঙ্গে মানিয়ে নিতে একটু বেশি সময় নেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও