![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-10-27%252Fkz4kcryw%252Ffc203e45-2d3b-4575-b314-4216813b0635.webp%3Frect%3D11%252C0%252C966%252C644%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
সেই ভারতের সামনে এখন কঠিন সমীকরণ
প্রথম আলো
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ০৯:৩৬
ভারতের মাটিতে ভারতের বিপক্ষে কোনো দল এক ম্যাচ হাতে রেখেই টেস্ট সিরিজ জিতে যাবে, এ যেন কল্পনাতীত ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। শ্রীলঙ্কা সফরে ধবলধোলাই হয়ে ভারতে যাওয়া নিউজিল্যান্ডকে নিয়েও বাজি ধরার মানুষ খুব বেশি ছিল বলে মনে হয় না।
কিন্তু ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে রোহিত–কোহলি–বুমরাদের বিপক্ষে তিন ম্যাচের প্রথম দুটিতে জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা, যা এক যুগ পর নিজেদের মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ হার।