You have reached your daily news limit

Please log in to continue


যেভাবে বাঁচাবেন ইন্টারনেটের ডেটা খরচ

ইন্টারনেট গোটা বিশ্বকে আক্ষরিক অর্থেই হাতের মুঠোয় এনে দিয়েছে। স্মার্টফোন হয়ে উঠেছে ইন্টারনেট যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম। মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করা যায় ব্রডব্যান্ড ওয়াইফাইফের মাধ্যমে। কিন্তু রাস্তাঘাটে চলতি পথে ওয়াইফাই কোথায় পাবেন? তাই মোবাইল ফোন অপারেটরদের কাছ থেকে ডেটা কিনে ইন্টারনেট চালাতে হয়।

ব্রডব্যান্ডের চেয়ে অপারেটরের ডেটার দাম অনেক বেশি। আবার আনলিমিডিটেড ব্যবহারেরও উপায় নেই। তাই মাসে বেশ বড়সড় অংকের ইন্টারনেট চার্জ গুণতে হয়। কিন্তু আমাদের ভুলেই অনেক বেশি ডেটা খরচ হয় মোবাইল ফোনে। চাইলেই আমরা সেটা কমিয়ে আনতে পারি। এজন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে।

ব্যাকগ্রাউন্ডে অ্যাপ বন্ধ রাখুন
অনেক সময় আমরা ফোনে যেসব অ্যাপ ব্যবহার করি, সেগুলো ব্যাকগ্রাউন্ডে সচল থাকে। এতে ফোনের ইন্টারনেট কানেকশন চালু থাকলেই ওই অ্যাপগুলো ডেটা খরচ করে।

অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলা
বহু অ্যাপ এমন রয়েছে, যা তুলনামূলকভাবে বেশি ডেটা খরচ করে, বিশেষ করে গেমস ও বিজ্ঞাপন যুক্ত অ্যাপগুলো। যদি সেসব অ্যাপ নিয়মিত ব্যবহার না করেন, তবে এগুলো স্মার্টফোন থেকে মুছে ফেলাই ভালো। এতে ইন্টারনেট খরচ অনেক কমে যাবে।

অ্যাপ আপডেটে মোবাইল ডেটা নয়
অ্যাপগুলোর অটো আপডেট ডেটা খরচের একটি বড় কারণ। তাই এই অপশনটি বন্ধ করে রাখতে হবে এবং অ্যাপ হালনাগাদ করার সময় ওয়াই-ফাই ব্যবহার করা উচিত। এতে মোবাইল ডেটা সাশ্রয় হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন