You have reached your daily news limit

Please log in to continue


পিক্সেল ১০ সিরিজের উন্মোচন আজ, সরাসরি দেখবেন যেভাবে

আজ রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগলের বছরের সবচেয়ে বড় আয়োজন। এতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত পিক্সেল ১০ সিরিজ, নতুন স্মার্টঘড়ি পিক্সেল ওয়াচ ৪ এবং ইয়ারবাড পিক্সেল বাডস ২ এ। গত কয়েক সপ্তাহে একের পর এক ফাঁস হওয়া তথ্য ও গুজবের মধ্য দিয়ে আগেভাগে অনেক কিছু জানা গেছে, তবে আজ রাতের সরাসরি সম্প্রচারে আনুষ্ঠানিকভাবে সবকিছু সামনে আসবে।

বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠানটি শুরু হবে। ‘মেইড বাই গুগল’ ইউটিউব চ্যানেলে সরাসরি ইভেন্টটি দেখা যাবে।

পিক্সেল ১০ সিরিজের আওতায় চার মডেল বাজারে আসছে, পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল, পিক্সেল ১০ প্রো ফোল্ড।

বিভিন্ন প্রযুক্তিবিষয়ক প্ল্যাটফর্মে আগেই ফোনগুলোর সম্ভাব্য ডিজাইন ও ফিচার নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। সেগুলো তুলে ধরা হলো—

পিক্সেল ১০

পিক্সেল ১০ ফোনে প্রথমবারের মতো টেলিফটো ক্যামেরা যুক্ত করা হচ্ছে, যা আগে শুধু প্রো সংস্করণে থাকত। ডিজাইনেও এসেছে নতুনত্ব; এতে যোগ হচ্ছে তিনটি নতুন রং—ইন্ডিগো, ফ্রস্ট ও লিমনচেলো।

এই ফোনে থাকছে গুগলের নিজস্ব তৈরি টেনসর জি৫ চিপ, যা নির্মাণ করেছে টিএসএমসি। ব্যাটারি ধারণক্ষমতা প্রায় ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার, যার সঙ্গে থাকছে ২৯ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং প্রযুক্তি। ফোনটির প্রাথমিক মডেল ১২৮ গিগাবাইট স্টোরেজে আসতে পারে এবং দাম শুরু হবে ৭৯৯ মার্কিন ডলার থেকে।

পিক্সেল ১০ প্রো

ডিজাইনের দিক থেকে এটি আগের প্রো মডেলের সঙ্গে অনেকটাই মিল রাখবে, তবে কর্মক্ষমতা ও বৈশিষ্ট্যে থাকবে উল্লেখযোগ্য উন্নয়ন। ফোনটিতে থাকছে ৬ দশমিক ৩ ইঞ্চি অ্যামোলেড পর্দা, পালিশ করা অ্যালুমিনিয়াম ফ্রেম এবং একটি ৪ হাজার ৮৭০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ২৯ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটি চলবে অ্যানড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে এবং চালিত হবে নতুন টেনসর জি৫ চিপে। ফোনটি মুনস্টোন, অবসিডিয়ান, জেড ও পোর্সেলিন রঙে আসতে পারে। মডেলটির প্রাথমিক দাম ধরা হচ্ছে ৯৯৯ ডলার।

পিক্সেল ১০ প্রো এক্সএল

বড় স্ক্রিনপ্রেমীদের জন্য রয়েছে পিক্সেল ১০ প্রো এক্সএল, যেখানে থাকছে বিশাল ৬ দশমিক ৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা সর্বোচ্চ ৩ হাজার নিট উজ্জ্বলতা দিতে পারবে। এই ডিভাইসে থাকবে সর্বোচ্চ ১৬ গিগাবাইট র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ। ব্যাটারি হবে ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন এবং এতে থাকবে ৩৯ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং প্রযুক্তি। এ ফোনের ক্যামেরায় থাকছে তিনটি সেন্সর; একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। রঙের বিকল্পগুলোর মধ্যে থাকছে—মুনস্টোন, অবসিডিয়ান, জেড ও পোসেলিন। এই সংস্করণের দাম শুরু হতে পারে ১ হাজার ১৯৯ ডলার থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন