চড়া মুরগির সঙ্গে বাড়ছে পেঁয়াজের দাম, ২০০ টাকার নিচে মরিচ
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪, ১০:২৬
দেশি পেঁয়াজের সরবরাহ কমায় বাজারে দুই সপ্তাহ ধরে বাড়ছে পেঁয়াজের দাম। দুই সপ্তাহের ব্যবধানে মানভেদে পেঁয়াজের দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। বাড়তির দিকে মুরগি, ডিম ও আলুর দামও। তবে কাঁচা মরিচের দাম নেমেছে ২০০ টাকার নিচে।
কমেছে অন্যান্য সবজির দামও।
গতকাল শনিবার রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও কল্যাণপুর নতুন বাজারে, প্রতি কেজি দেশি পেঁয়াজ ১২৫-১৪০ ও আমদানি করা পেঁয়াজ ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সপ্তাহ দুই আগে দেশি পেঁয়াজ ১১৫-১২৫ ও আমদানি করা পেঁয়াজ ৯০-১০০ টাকা ছিল।
বিক্রেতারা জানান, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমেছে।
মৌসুম শেষে কৃষকের ঘরে এখন পেঁয়াজের মজুত কম। আবার অতিবৃষ্টির কারণে নতুন পেঁয়াজ বপনে দেরি হচ্ছে। অন্যদিকে আমদানি করা পেঁয়াজের দামও কিছুটা বাড়তি। এসব কারণে বাজারে এখন পেঁয়াজের দাম বেশি।