মার্কিন নির্বাচনের আগে আক্রমণ বাড়াচ্ছে শত্রু দেশগুলো: মাইক্রোসফট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪, ২২:৫৪

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে শত্রু দেশগুলোর হ্যাকিং প্রচেষ্টা বাড়তে দেখা গেছে, এমনই দাবি সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের।


‘মাইক্রোসফট থ্রেট অ্যানালাইসিস সেন্টার’-এর তথ্য অনুসারে, ‘যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে রাশিয়া, ইরান ও চীন ক্রমাগত সাইবার আক্রমণ’ চালাচ্ছে।


কোম্পানিটি বলেছে, তাদের বিভিন্ন আচরণের মধ্যে রয়েছে বিভাজন তৈরি করে এমন বার্তা ছড়ানো, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ওয়েবসাইটে আক্রমণ, ব্যক্তিগত ও চুরি করা তথ্য শেয়ার করা ও বিভ্রান্তিমূলক পোস্ট করার উদ্দেশ্যে জেনারেটিভ এআই প্রযুক্তির ব্যবহার।


মাইক্রোসফট সতর্ক করেছে, ৫ নভেম্বর নির্বাচন শুরুর আগে এমন আক্রমণের মাত্রা বেড়ে যেতে পারে। তারা আরও যোগ করে, এ ধরনের আক্রমণ ‘জনমত ও নির্বাচনের ফলাফলে বড় প্রভাব’ ফেলতে পারে। আর এইসব প্রচেষ্টা মোকাবেলা করতে ও নির্বাচনের অখণ্ডতা সমুন্নত রাখতে প্রাথমিকভাবেই এগুলো শনাক্ত ও ‘ফ্যাক্ট-চেকিং’ করা জরুরী।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও