দাড়ি-গোঁফে খুশকি হলে কী করবেন?
শীত আসতে এখনো কয়েক মাস বাকি। এরই মধ্যে অনেকেই চুল-দাড়িতে খুশকির সমস্যায় ভুগছেন। আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকেই এ সমস্যায় ভুগছেন। বিশেষ করে শীতে এ সমস্যা বেশি দেখা দেয়। তবে এর কারণ কী?
এ বিষয়ে বিশেষজ্ঞদের মত, বিয়ার্ড ড্যানড্রফের কারণ হতে পারে সোরিয়াসিস বা সেবোরিক ডার্মাটাইটিস। অনুপযুক্ত শেভিং কিটস ও অনিয়মিত স্বাস্থ্যবিধির কারণে এটি ঘটতে পারে। আবার ম্যালাসেজিয়া নামক এক উপাদানের কারণেও বাড়তে পারে বিয়ার্ড ড্যানড্রফ।
বিয়ার্ড ড্যানড্রফ থেকে মুক্তির উপায় কী?
হালকা গরম পানি ব্যবহার করুন
মুখে গরম বা খুব ঠান্ডা পানির বদলে হালকা গরম পানি ব্যবহার করুন। ফরে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হবে না ও ত্বক অতিরিক্ত শুষ্কও হয়ে উঠবে না।
বিয়ার্ড্র ব্রাশ ব্যবহার করুন
দাড়ির খুশকি দূর করতে নিয়মিত গোসলের আগে অবশ্যই শক্ত ব্রিসলস দেওয়া বিয়ার্ড্র ব্রাশ দিয়ে আলতোভাবে এক্সফোলিয়েট করুন। সার্কুলার মোশনে এক্সফোলিয়েট করলে সবচেয়ে ভালো ফল মিলবে।
- ট্যাগ:
- লাইফ
- খুশকি দূর করার উপায়
- দাড়ি ও গোঁফ