ম্যাকের একগাদা নতুন পণ্য আনছে অ্যাপল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪, ১৬:৪৬
শিগগিরই ম্যাকের বিভিন্ন নতুন পণ্য আনতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল।
কোম্পানিটি বলছে, তারা আগামী সপ্তাহজুড়ে এইসব নতুন পণ্যের ঘোষণা দিতে থাকবে।
অ্যাপলের বিপণন প্রধান গ্রেগ জসওয়াক এক্স-এ দেওয়া এক পোস্টে লেখেন, সোমবার থেকে এইসব কম্পিউটারের উন্মোচন শুরু হবে।
এদিকে, খবর চাউর হয়েছে, নতুন ম্যাক পিসি’তে থাকবে অ্যাপলের সর্বশেষ ‘এম ৪’ চিপ, যা সবার আগে এসেছিল নতুন আইপ্যাড প্রো’তে। আর এখন ম্যাক ডিভাইসেও এ চিপ আনছে আইফোন নির্মাতা কোম্পানিটি।
আসন্ন ডিভাইসগুলোর মধ্যে রয়েছে নতুন এন্ট্রি-লেভেল ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো ও আপডেট করা আইম্যাক, যেখানে উভয় ডিভাইসেই এম৪ চিপের ‘বেইস মডেল’ বসিয়েছে অ্যাপল।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে