You have reached your daily news limit

Please log in to continue


যে পন্থা অবলম্বনে আল্লাহপাকের সন্তুষ্টি

ইসলাম সব সময় মধ্যপন্থা অবলম্বনেরই শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এটাই, তার বান্দারা যেন মধ্যপন্থা অবলম্বন করে জীবন পরিচালনা করে। তারা যেন কোনো ভাবেই বাড়াবাড়ি না পায়। এ বিষয়ে পবিত্র কুরআনে আল্লাহপাক ইরশাদ করেন, ‘আর (অহংকারবশে) মানুষকে অবজ্ঞা করো না এবং ঔদ্ধত্যের সাথে পৃথিবীতে চলাফেরা করো না। আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না। আর তোমার চলাফেরায় মধ্যপন্থা অবলম্বন কর এবং তোমার কণ্ঠস্বর নীচু রাখ। নিশ্চয় সবচেয়ে অপ্রীতিকর স্বর হলো গাধার স্বর’ (সুরা লুকমান, আয়াত: ১৮-১৯)।

এই আয়াতদ্বয় থেকে বিষয়টি সুস্পষ্ট, আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে যেমন পছন্দ করেন না অপর দিকে তিনি চান তার বান্দা যেন মধ্যপন্থা অবলম্বন করে।

এ বিষয় পবিত্র কুরআনের অন্যত্রে আল্লাহপাক ইরশাদ করেন, ‘আর এভাবেই আমি তোমাদেরকে এক মধ্যপন্থি উম্মতরূপে প্রতিষ্ঠিত করেছি যেন তোমরা (গোটা) মানবজাতির তত্ত্বাবধায়ক হও এবং এ রাসুল তোমাদের তত্ত্বাবধায়ক হয়’ (সুরা বাকারা, আয়াত: ১৪৩)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন