রোদের ক্ষতি থেকে ত্বক সারিয়ে তুলতে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪, ১৯:৪২

কাজের জন্য দিনের বেশিরভাগ সময় সূর্যের আলোতে থাকতে হয়- এমন মানুষের সংখ্যা কম নয়।


আর রোদের হাত থেকে ত্বক সুরক্ষিত রাখতে সানস্ক্রিন মাখার পাশাপাশি ঢিলেঢালা শরীর ঢেকে রাখে এমন পোশাকের কথা বলা হয়।


তারপরও সূর্যের আলোতে ত্বকের ক্ষতি হতেই পারে।


এই বিষয়ে নিউ ইয়র্ক’য়ের ‘ওয়ায়ল মেডিকেল কলেজ অফ কর্নেল ইউনিভার্সিটি’র ত্বক-বিশেষজ্ঞ ডা. হ্যাডলি কিং ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “সূর্যের তাপ ত্বকের প্রোটিন যেমন- কোলাজেন এবং এলাস্টিন পাশাপাশি কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে। ফলে দেখা দেয় বলিরেখা।”


একই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ভিত্তিক ত্বক-বিশেষজ্ঞ ডা. তৃষ্ণা খান্না মন্তব্য করেন, “সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বক আর্দ্রতা হারায়। যত বেশি রোদে থাকা হবে ততই ত্বক শুষ্ক হতে থাকবে ভেতর থেকে। এ কারণে পর্যাপ্ত পানি পান গুরুত্বপূর্ণ।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও