You have reached your daily news limit

Please log in to continue


ছয় বছর পর মিউজিক ভিডিওতে মৌসুমী হামিদ

সুন্দরী প্রতিযোগিতা দিয়ে ২০১০ সালে শোবিজে যাত্রা শুরু মৌসুমী হামিদের। অভিনয় করেছেন নাটক, সিনেমা ও ওয়েবে। ২০১৮ সালে সংগীতশিল্পী আসিফ আকবরের ‘আগুন পানি’ শিরোনামের গানের ভিডিওতেও দেখা গেছে তাঁকে। এরপর কেটে গেছে ছয় বছর। এর মধ্যে কোনো মিউজিক ভিডিওতে পাওয়া যায়নি মৌসুমীকে। অবশেষে বিরতি কাটিয়ে গানের ভিডিওতে ফিরলেন তিনি। বিশ্ব স্তন ক্যানসার দিবস উপলক্ষে গত রোববার প্রকাশিত গানে দেখা মিলল তাঁর। 

‘জীবনের গল্প’ শিরোনামের গানটি গেয়েছেন তাসনোভা তাবাসসুম অতসী। এর আগে স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করলেও এটি তাঁর গাওয়া প্রকাশিত প্রথম গান। গানের কথা লিখেছেন ও সুর করেছেন উদয়ন রাজীব, সংগীত আয়োজন করেছেন অটমনাল মুন। ভিডিও নির্মাণ করেছেন অতসী। অতসী আ গোল্ডেন ফ্লাওয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া গানটি উৎসর্গ করা হয়েছে ক্যানসারে মারা যাওয়া ও আক্রান্তদের। 

দীর্ঘ বিরতির পর মিউজিক ভিডিওর মডেল হওয়া প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘খুব মিষ্টি একটি গান। শোনার পর ভালো লেগেছে। আরও ভালো লেগেছে তাদের ভিডিও নির্মাণের কনসেপ্টটা। তা ছাড়া অতসীর কণ্ঠটাও বেশ মায়াবী। সব মিলিয়ে মনে হয়েছে ভালো একটা কাজ হবে। তাই গানটিতে মডেল হয়েছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন