You have reached your daily news limit

Please log in to continue


শেষ মুহূর্তের গোলে সিটির রোমাঞ্চকর জয়

শেষের বাঁশি বাজতে তখন আর কয়েক সেকেন্ড বাকি মাত্র। কর্নার থেকে উড়ে আসা বল লাফিয়ে হেডে জালে পাঠালেন জন স্টোন্স। উল্লাসে ফেটে পড়ল ম্যানচেস্টার সিটি। ভিএআরের হস্তক্ষেপে ক্ষণিকের জন্য ভর করেছিল শঙ্কা, তবে রেফারি নিশ্চিত হয়ে গোলের সিদ্ধান্ত জানাতেই দ্বিতীয়বার জয়োৎসব শুরু হয় লিগ চ্যাম্পিয়নদের।

অবনমন অঞ্চলের দল উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে সিটি।

চলতি মৌসুমে শুরু থেকে নতুন এক দুর্ভাবনা বাসা বেঁধেছে সিটি শিবিরে; বারবার ম্যাচে প্রথমে গোল খেতে দেখা যাচ্ছে দলটিকে। এদিনও ইয়োর্গেন স্ত্রান্দ লার্শেনের গোলে পিছিয়ে পড়ে দলটি। পরে রক্ষণাত্মকও হয়ে পড়ে উলভস। সেই প্রবল বাধা সামলে সমতা টানেন ক্রোয়াট ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওল। আর শেষে আরেক ডিফেন্ডার স্টোন্সের ওই গোলে জয়ের আনন্দে ভাসে সিটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন