হুথি সম্পৃক্ততার অভিযোগে দুই ভারতীয়সহ ১৮ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ২২:০৭

ইরানের তেল পরিবহনকারী একটি হুথি নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র দুই ভারতীয় নাগরিকসহ ১৮টি কোম্পানি এবং ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিস (ওএফএসি) কোম্পানিগুলোর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। 


ওএফএসি বলছে, অবৈধ তেল পরিবহনকারী জাহাজের ক্যাপ্টেনরা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্স-সমর্থিত হুথির অর্থবিষয়ক কর্মকর্তা সাইদ আল-জামাল এবং তাঁর নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক রাখতেন। 


গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ওএফএসি। 


নিষেধাজ্ঞা দেওয়া ১৮টি কোম্পানির মধ্যে রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ নিবন্ধিত চাংতাই শিপিং অ্যান্ড মোশনভিগেশন লিমিটেড এবং আরব আমিরাতভিত্তিক ইন্দো গাল্ফ শিপ ম্যানেজমেন্ট। আর নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুই ভারতীয় নাবিক ইন্দো গাল্ফ শিপ ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও