স্কোরলাইন নয়, বাংলাদেশ কোচের ভাবনায় কেবলই জয়
তিন দিন টার্ফে অনুশীলনের পর চতুর্থ দিন ঘাসের মাঠে অনুশীলন করল বাংলাদেশ। কিন্তু সেন্ট জেভিয়ার্স স্কুলের এবড়ো-থেবড়ো মাঠে খুব বেশি ঘাম ঝরালেন না পিটার জেমস বাটলার। হালকা রানিং, স্ট্রেচিং সেরে নেমে পড়লেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচের কৌশল বুঝিয়ে দিতে। অসমান মাঠে চোট শঙ্কা এড়াতে নিজেদের মধ্যে কোনো ম্যাচও খেলেননি সাবিনা-মনিকারা।
নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৬টায় পাকিস্তানের বিপক্ষে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচ খেলবে বাটলারের দল। সেরা একাদশের একটা ধারণা অবশ্য মিলেছে শনিবারের প্রস্তুতিতেই।
পোস্টে প্রথম পছন্দ গত আসরের সেরা গোলরক্ষক রূপনা চাকমা। তার সামনে চার ডিফেন্ডার হতে পারেন শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, আফিদা খন্দকার ও কোহাতি কিসকু। মাঝমাঠে আক্রমণের সুর বেঁধে দেওয়ার দায়িত্ব পড়তে পারে মনিকা চাকমা, স্বপ্না রানী কিংবা মুনকি আক্তারের কাঁধে।