এক টেস্টে ৪৩০ করা গিলকে যে ২ কৌশলে বশে আনল ইংল্যান্ড

যুগান্তর প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ১২:২০

১৯৩০ সালের অ্যাশেজের শেষ টেস্টে ডন ব্র্যাডম্যান আউট হলে লন্ডনের ইভনিং পত্রিকা দ্য স্টার শিরোনাম করেছিল ‘হি’জ আউট’। ইংল্যান্ডের স্বস্তি ছিল তখন চোখে পড়ার মতো। একশ বছর পর লর্ডসে শুবমান গিল আউট হওয়ার পর ক্রিস ওকসের মুখেও দেখা গেল একইরকম স্বস্তি।


গিল যখন ইংল্যান্ডে আসেন, তখন তার গড় ছিল ৩৫। প্রমাণ করার মতো অনেক কিছু ছিল তার। কিন্তু এজবাস্টনে ৪৩০ রানের ঐতিহাসিক ম্যাচ খেলার পর থেকেই তার নাম উচ্চারিত হচ্ছে ব্র্যাডম্যানের পাশে। এই সিরিজের প্রথম দুই টেস্টেই গিল করেছেন ৫৮৫ রান। পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটা ব্র্যাডম্যানের, ৯৭৪ রান করেছিলেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে। সে রেকর্ড গিল ছুঁতে পারেন—এমন আশঙ্কা দেখা দিচ্ছিল ইংল্যান্ড শিবিরে।


এজবাস্টনে দুই ইনিংসেই আউট হলেও সেটা ক্লান্তি ও মানসিক চাপের ফল, ইংলিশদের কৌশলের ফলে নয়। এমন এক টেস্ট শেষে নতুন লড়াইয়ের শুরুতে বেন স্টোকস জানাননি তারা কী পরিকল্পনা করেছেন গিলকে নিয়ে, শুধু বলেছিলেন, ‘আমাদের সবার জন্য পরিকল্পনা আছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও