রবিনিওর কাছ থেকে যা পেয়েছিলেন, নেইমার এখন তাই দিচ্ছেন ছেলেকে

যুগান্তর প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ১২:০৩

সান্তোসে ক্যারিয়ারের শুরুর দিকে নেইমারকে বড় ভাইয়ের মতো আগলে রাখতেন তার আদর্শ রবিনিও। বহু পথ ঘুরে এ বছরের শুরুতে শৈশবের ঠিকানায় ফেরার পর নেইমার জানতে পারেন, ক্লাবের বয়সভিত্তিক দলে খেলেন তার সাবেক সতীর্থের বড় ছেলে রবসন জুনিয়র। সাবেক সতীর্থের কাছ থেকে যে স্নেহ পেয়েছিলেন, সেটাই নেইমার এখন ফেরত দিচ্ছেন রবিনিওর ছেলেকে।



রবিনিও তনয়কে পথ দেখিয়ে খানিকটা ঋণ শোধের সুযোগ লুফে নেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। বৃহস্পতিবার রাতে ভিক্টোরিয়া কাপের প্রীতি ম্যাচে নেইমারের সতীর্থ হিসাবে সান্তোসের মূল দলে অভিষেক হয় ১৭ বছর বয়সি রবসন জুনিয়রের। বিখ্যাত বাবার সাত নম্বর জার্সি পরে খেলতে নামা রবসন দলের শেষ গোলটি বানিয়ে দিয়ে অভিষেক রাঙান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও