দুই দরজার রোবট্যাক্সি দেখালেন ইলন মাস্ক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ২২:৫৩

কোনো স্টিয়ার হুইল নেই, খুঁজলেও পাওয়া যাবে না ব্রেক বা এক্সেলেটর প্যাডেল এমন দুই দরজার এক রোবট্যাক্সি’র প্রথম ঝলক দেখিয়েছেন টেসলা বস ইলন মাস্ক।


বৃহস্পতিবার জাকজমকপূর্ণ এক আয়োজনে নতুন এই গাড়ি দেখানোর পাশাপাশি একটি ‘রোবভ্যান’ও দেখিয়েছে টেসলা। এর ফলে বাজারের সাশ্রয়ী ইভি নির্মাতা থেকে রোবটিক পণ্য উৎপাদক হয়ে ওঠার দিকেই যেন হাত বাড়াচ্ছে কোম্পানিটি।


‘সাইবারক্যাব’ নামের এই রোবট্যাক্সিতে চড়ে আয়োজনের মঞ্চে পৌঁছান মাস্ক, যেখানে তিনি বলেন, বড় পরিসরে এর উৎপাদন শুরু হবে ২০২৬ সাল থেকে, আর এর দাম পড়বে ৩০ হাজার ডলারেরও কম।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও