স্তন ক্যানসারে যে ঝুঁকি এড়ানো কঠিন

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ২২:২৯

অক্টোবর মাস স্তন ক্যানসার সচেতনতা মাস। সচেতনতা ক্যানসারের ঝুঁকি মোকাবিলা করে। অধিকাংশ ক্ষেত্রে জানা যায় না ঠিক কী কারণে ক্যানসার হয়। জিন মিউটেশন মা-বাবা থেকে সন্তানের শরীরে স্থানান্তরিত হতে পারে। বায়োলজিক্যালি ক্যানসারের জন্য কোষের ক্ষতিগ্রস্ত ডিএনএকে দায়ী করা হয়। ডিএনএর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ জেনেটিক বা পরিবেশগত—উভয়ই হতে পারে। স্তন ক্যানসারের ঝুঁকি অপরিহার ও পরিহারযোগ্য দুই ধরনের।


অপরিহারযোগ্য ঝুঁকি



  • স্তন ক্যানসার নারী-পুরুষ—উভয়ের হতে পারে। তবে পুরুষের তুলনায় নারীদের প্রায় ১০০ গুণ বেশি হয় এ ক্যানসার।
    এতে আক্রান্তের হার ৪০ বছর বয়সের পরে বৃদ্ধি পায়। ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যে এ হার সর্বোচ্চ। গবেষণায় দেখা গেছে, আক্রমণাত্মক স্তন ক্যানসারে আক্রান্ত তিন জনের মধ্যে দুই জনেরবয়স ৫৫ বছরের বেশি।

  • পরিবারে কারও স্তন বা ডিম্বাশয়ের ক্যানসারের ইতিহাস থাকলে সে পরিবারের অন্যদের স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে। ৪০ বছরের কম বয়সী নিকটাত্মীয়ের স্তন ক্যানসার থাকলে ঝুঁকি বাড়ে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও