সব প্রকল্পের যাচাই-বাছাই ছাড়া বিদ্যুৎ খাতকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করা যাবে না
দেশে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি এবং অপর্যাপ্ততা দ্রুত নিরসনের লক্ষ্যে ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন পাস হয়েছিল তৎকালীন সরকারের আমলে। দুই বছরের জন্য আইনটি করা হলেও এর মেয়াদ তিন দফা বাড়িয়ে নিয়ে যাওয়া হয় ২০২৬ সাল পর্যন্ত।
শুরু থেকেই আইনটি নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। বিশেষ ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থই এ আইনে প্রাধান্য পায় বলে অভিযোগ রয়েছে। এ আইনের আওতায় দরপত্র ছাড়াই চুক্তি করা যায়। ফলে প্রতিযোগিতা ছাড়াই বিদ্যুৎ, জ্বালানি কেনা ও অবকাঠামো নির্মাণের সুযোগ রয়েছে। আইনটি দায়মুক্তি আইন নামেও পরিচিত, কেননা এর বিরুদ্ধে আদালতে যাওয়ারও কোনো সুযোগ নেই। তাই এটি দায়মুক্তি আইন হিসেবেও পরিচিতি পেয়েছে।
- ট্যাগ:
- মতামত
- বিদ্যুৎ খাত
- জ্বালানি খাত
- জ্বালানি