জর্দা খেয়ে নামাজ পড়লে নামাজ হবে?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ১২:৪২
জর্দায় কিছুটা মাদকতা আছে। অতিরিক্ত জর্দা খেলে মাথা ঘোরাতে পারে বা বমিভাব হতে পারে। কিন্তু জর্দা খেয়ে কেউ মাতাল হয় না। তাই জর্দা খাওয়ার পর নামাজ পড়তে কোনো বাঁধা নেই বা নামাজ শুদ্ধ না হওয়ারও কোনো কারণ নেই।
পান-জর্দা ইত্যাদি খাওয়ার পর নামাজ আদায়ের পূর্বে ভালোভাবে মুখ ধুয়ে পরিষ্কার করে নেওয়া কর্তব্য। যেন পানের কণাগুলো বের হয়ে যায় এবং গন্ধও না থাকে।
- ট্যাগ:
- লাইফ
- ইসলাম
- নামাজ আদায়