![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-10-10%252F6uiljla3%252FBNP.jpeg%3Frect%3D119%252C0%252C1464%252C976%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
সাবের হোসেন চৌধুরীর জামিনে মুক্তি নিয়ে প্রশ্ন রিজভীর
সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ২৪ ঘণ্টার মধ্যে কীভাবে জামিনে মুক্তি পান, সে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, সাবের হোসেন চৌধুরী স্বৈরশাসক শেখ হাসিনার গণহত্যার একজন সহযোগী ছিলেন। তাঁর নির্দেশে রাজধানীর খিলগাঁও এলাকায় ১১ জন গুম–খুনের শিকার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই এলাকার পাঁচজন শহীদ হয়েছেন। এর দায় তিনি এড়াতে পারেন না।
রাজধানীর খিলগাঁওয়ে গুম-খুন-শহীদ হওয়া পরিবারের সদস্যদের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত এক সমাবেশে রিজভী এ কথা বলেন। সাবের হোসেন চৌধুরীর বিচারের দাবিতে এই সমাবেশ হয়।
ঢাকা-৯ আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে গত রোববার রাজধানীর গুলশানের বাসা থেকে আটকের পর গ্রেপ্তার দেখায় পুলিশ। সোমবার বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে মকবুল নিহত হয়েছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় পৃথক ছয় মামলায় জামিনে মুক্তি পান সাবের হোসেন চৌধুরী।