বিকারগ্রস্ত রাজনীতির অবসান হোক :- ড. হাসনান আহমেদ
জীবনের পড়ন্ত বে ল্লায় এসে এত গান, মনে হচ্ছে সংকেতটা ভালো নয়। ইচ্ছে ছিল আ ল্লা-বিলে করে মরব। দেশের অবস্থা দেখে তা করতে পারব বলে মনে হচ্ছে না, ইমান-আমান নষ্ট করে দিচ্ছে। সমাজ ও মানুষ, যাকে আমরা জনসম্পদ বলি, ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে। এটা অপূরণীয় ক্ষতি। ল্লালন গেয়েছিলেন, ‘পাবে সামান্যে কি তার দেখা, বেদে নাই যার রূপরেখা, ও রে বেদে নাই যার রূপ রেখা-আ-আ...’।
সেই ব্রিটিশ শাসন থেকে শুরু, বাং ল্লাদেশিরা মুক্তি পেল কই? মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য ধ্বংস করা যত সহজ, গড়তে গেলে অনেক কাঠখড় পোড়ানো ল্লাগে, সময়সাপেক্ষ ব্যাপার -এ কথা আমরা সবাই বুঝি। তাও সার্থকতা নিয়ে সন্দেহ মন থেকে যায় না। পতিত সরকার দেশের প্রতিটা বিভাগ, সমাজ, মানুষের স্বভাব পুরোপুরি পচিয়ে নষ্ট করে, ধ্বংস করে, লুটেপুটে নিয়ে নিজেরা হাঁড়ি চেটেপুটে খেয়ে পালিয়েছে। শেখ মুজিব বলতেন ‘চাটার দল’। আমি নাম দিয়েছি ‘হাঁড়ি-চাটার দল’। এখন যত বোঝা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে। ‘ঘাটের মরা ফেলবি তো ফেল, না ফেললে গন্ধে মর’।
- ট্যাগ:
- মতামত
- রাজনীতি
- সাম্প্রতিক রাজনীতি