হানিমুনে গিয়ে সিঙ্গাপুরে স্প্যানিশ দম্পতি আটক
হানিমুন করার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন স্প্যানিশ দম্পতি দানি কুয়েস্তা ও মিরেইরা সায়েজ। বুধবার বিবিসি জানিয়েছে, স্প্যানিশ ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়ার মালিক পিটার লিমের বাড়ির সামনে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করার জেরে দানি ও মিরেইরাকে আটক করা হয়েছে।
একটি ছবিতে দেখা যায়, পিটার লিমের বাড়ির সামনে ‘বাড়ি ফিরে যাও লিম’ লেখা একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন দানি কুয়েস্তা। পরে নববধূসহ তাঁকে সিঙ্গাপুরের বিমানবন্দরে আটক করা হয়। জব্দ করা হয়, তাঁদের পাসপোর্টও। এখন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে কি না জানা সম্ভব হয়নি।
সিঙ্গাপুরে জনসমাবেশ এবং ভাঙচুরের বিষয়ে কঠোর আইন রয়েছে। সরকার শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য এই নিয়মগুলো প্রয়োগ করে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নবদম্পতি আটক
- আইন লঙ্ঘন
- হানিমুন