শারদীয় দুর্গা পূজা ও সাম্প্রদায়িক সম্প্রীতি
আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত। এবছর সারাদেশে দুর্গাপূজায় মন্ডপের সম্ভাব্য সংখ্যা ৩২ হাজার ৬৬৬টি। গত বছর মোট পূজা মন্ডপের সংখ্যা ছিল ৩৩ হাজার ৪৩১। গত বছরের চেয়ে পূজা কমেছে সেটা বড় বিষয় না কারণ নিজেদের জটিলতার কারণে সেটা বন্ধ হতে পারে। কেউতো ঘটা করে বলে নি পূজা করতে কেউ বাধা দিয়েছে সুতরাং এটা স্বাভাবকি।
কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবটি নির্বিঘ্নে হবে কি না তা নিয়ে মনে হয় দুশ্চিন্তা রয়ে গেছে এবং থাকাটাই স্বাভাবিক। কারণ সবসময় বলির পাঠা হয় এই ধর্মাবলম্বীরা। নিজেদের সংখ্যালঘু বলে দাবি করতে পারি না বা পারব না আবার সংখ্যাগরিষ্ঠের চাপে নিজেদের অসহায় না ভেবে পারে নি কিছু সময় কিছু ঘটনায়। তবে কি পূজা নির্বিঘ্নে হবে না এমনটাও সঠিক হয়। পূজাকে নির্বিঘ্নে করতে হবে এ ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে মূল কথা এইটা। কারণ এটা সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন উৎসব।