গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট
সরবরাহ কমে যাওয়ায় গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে তীব্র গ্যাস–সংকট দেখা দিয়েছে। কোথাও জ্বলছে না রান্নার চুলা, আবার কোথাও আগুন থাকলেও তা মিটমিট করছে। এ কারণে রান্না ও খাবার নিয়ে ভোগান্তিতে পড়েছেন গাজীপুর মহানগর ও কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। এ ছাড়া কারখানাগুলোতেও গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন কমেছে।
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহানগরীর ভোগড়া, বাসন সড়ক, কড্ডা, কোনাবাড়িসহ অন্তত ১০টি এলাকায় গ্যাসের সংকট বলে জানা গেছে। এসব এলাকার বাসিন্দারা জানান, সকাল ১০টার পরপরই গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়। কোথাও একেবারে বন্ধ ছিল, কোথাও মিটমিট আগুন জ্বলছিল।
মহানগরীর ভোগড়া এলাকার বাসিন্দা হামিদা বেগম প্রথম আলোকে বলেন, ‘কয়েক মাস ধরে গ্যাসের চুলায় ঠিকমতো গ্যাস পাচ্ছি না। যে পরিমাণে জ্বলে, তাতে রান্নার কাজ হয় না। তাই বাধ্য হয়ে বাজার থেকে সিলিন্ডার গ্যাস কিনে নিয়েছি। সেটি দিয়েই এখন বাসার রান্নার কাজ করছি।’