সেবার চেয়ে ভোগান্তি বেশি ঢাকার বড় ৪ হাসপাতালে

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪, ১১:৩৮

গত রোববার রাতে মাথা ও বুকে হঠাৎ তীব্র ব্যথা অনুভব করছিলেন নারায়ণগঞ্জের সাহানা বেগম। তাঁকে প্রথমে নেওয়া হয় নারায়ণগঞ্জের বেসরকারি একটি হাসপাতালে। প্রাথমিক পর্যবেক্ষণে মস্তিষ্কের জটিলতা ধারণা করে সেখানকার চিকিৎসকেরা সাহানাকে পাঠান রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে। নিউরোসায়েন্সেসের চিকিৎসকেরা হৃদ্‌যন্ত্রের জটিলতার কথা জানিয়ে তাঁকে আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে পাঠান। সেখানকার চিকিৎসকেরা বলেন, ৫৫ বছরের বেশি বয়সী সাহানা অনেকগুলো শারীরিক জটিলতায় ভুগছেন। ফলে তাঁকে পাঠানো হয় পাশের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।


অচেতন মধ্যবয়সী সাহানা বেগমকে নিয়ে এভাবে এক হাসপাতাল থেকে আরেকটিতে ছুটেছেন তাঁর ছেলেরা। সর্বশেষ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে তাঁকে বহির্বিভাগে পাঠানো হয়। বহির্বিভাগের চিকিৎসক কয়েকটি পরীক্ষার নির্দেশনা দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও