ফারুকীর ‘৪২০’র সিক্যুয়েল ‘৮৪০’ আটকে থাকার ৩ কারণ
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে ব্যাঙ্গ করে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন টিভি সিরিজ ‘৪২০’। ২০০৭-০৮ সালের ওই সিরিজ এতটাই প্রখর ছিল যে, শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল প্রচার। ওই সিরিজ থেকেই মূলত খ্যাতি পান নির্মাতা ফারুকী ও অভিনেতা মোশাররফ করিম। প্রায় ১৬ বছর পর আসছে ‘৪২০’ সিরিজের সিক্যুয়েল ‘৮৪০’।
‘৪২০’ টিভি সিরিজ হলেও, ‘৮৪০’ হবে ওয়েব সিরিজ। যদিও এখন পর্যন্ত সিরিজটির জন্য পরিবেশক খুঁজে বের করতে পারেননি নির্মাতারা। বেশ আগেই শুটিং সম্পন্ন হয়েছে সিরিজটির। অস্ট্রেলিয়া থেকেই অনলাইনে প্রযোজনা পরবর্তী কাজ শেষ করেছেন নির্মাতা। তবে ৩ কারণে সিরিজটি এখনও আলোর মুখ দেখছে না। গতকাল (৬ অক্টোবর) রোববার ফেসবুকে এই সিরিজ প্রসঙ্গে এক পোস্টে ফারুকী লিখেছেন, ‘আমি নিজেই এখনো জানি না এটা কোথায় এবং কী ফর্মে প্রচারিত হবে। আমরা কাজ করছি যেন অনেক অডিয়েন্সের কাছে যেতে পারি।’